ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাসৌটির অনুরাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ‘স্ত্রী’র 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২০ জুন ২০২৩ | আপডেট: ১২:৫৩, ২০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ভারতীয় সিরিয়াল ‘কাসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেতা সেজান খানের নামে নির্যাতনের অভিযোগ করেছেন নিজেকে তার স্ত্রী দাবি করা আয়েশা পিরানি।

২০০১-এ ‘কাসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে নজর কেড়েছিল অনুরাগ বসুর চরিত্রটি। সেই ভূমিকায় অভিনয় করে রাতারাতি সকলের প্রিয় হয়ে ওঠেন সেজ়ান খান। অনুরাগের চরিত্রের জন্য এখনও সমান জনপ্রিয়তা পান। অনুরাগ ও প্রেরণার পর্দায় রসায়ন ছিল অসম্ভব জনপ্রিয়। অভিনেতার হাসির জাদুতে ঘায়েল হতেন তাঁর মহিলা অনুরাগীরা।

এ বার এই সেজ়ানের নামেই নির্যাতনের অভিযোগ আনেন তার  আয়েশা পিরানি। গালিগালাজ থেকে ঘরবন্দি করে রাখার মতো একগুচ্ছ অভিযোগ আনেন আয়েশা। যদিও গত বছর জানা যায় আফশীন নামের একজনের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা। প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন করতেও দেখা যায়। তবে আয়েশার দাবি, অনেক আগে থেকেই সেজানের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কে রয়েছেন তিনি।

আয়েশা আমেরিকায় থাকেন। সেজ়ানের নামে এফআইআর দায়ের করতে ভারতে আসেন। আয়েশা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমাকে ঘরে তালাবন্দ করে রেখে দিত সেজ়ান। সেই সময় স্কাইপে অন্য মহিলাদের সঙ্গে কথা বলত। এই ঘটনার সাক্ষী রয়েছে আমার সন্তানরা। সেজ়ান সব সময় বলত আমি তোমাকে বিয়ে করেছি, গোটা জীবনটা তোমাকে দিইনি। এমন ভাষায় কথা বলত যা আমার মুখে আনতেও কুণ্ঠা হয়।’’

আয়েশার দাবি ,সেজ়ান ও তাঁর প্রেমিকা আফশীন দু’জনে মিলে তাঁকে হেনস্থা করছেন। তাঁরা অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন, ভয়েজ নোট পাঠাচ্ছেন তাঁকে। গত বছর অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান আয়েশা। তাঁকে দেখামাত্রই নাকি কথা না বলেই সেখানে থেকে পালিয়ে যান, দাবি করেছেন সেজানের স্ত্রী।

২০২১ সালে প্রথম সেজ়ান খানের বিয়ের খবর শোনা যায় আয়েশার সঙ্গে। যদিও এই বিয়েকে কখনওই স্বীকার করেননি সেজ়ান। বরাবরই বলে এসেছেন আয়েশা তাঁর পাগল অনুরাগী। সেজ়ানের কথায়, ‘‘আমি কখনওই বিবাহিত ছিলাম নয়। এটা একেবারেই পাগলামি। আমার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে।”

শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি প্রেমিকা আফশীনের সঙ্গে বিয়ে সারবেন সেজ়ান। প্রায় চার বছরের সম্পর্ক। অবশেষে সেই সম্পর্ককেই পরিণতি দিতে চাইছেন অভিনেতা। তবে তার আগে, এই আইনি জট থেকে তাঁকে বেরোতে হবে। অভিনেতা কী ভাবে সেটা করেন, সেটাই দেখার।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি